সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

প্রাণীদের অদ্ভুত কিছু বিহেব,যার সমাধান বিঞানীরাও দিতে পারেনি।


 বন্ধুরা আজ আমি আপনাদের জন্য প্রাণীদের এমন পাচটি বিহেব সম্পর্কে বলতে চলেছি, যার সমাধান এখনো কোন বিঞানী দিতে পারেনি।যেই সত্য গূলো জেনে আপনি আশ্চয   হয়ে যাবেন। 

১. moth and fiar

আপনি হয়তো দেখে থাকবেন প্রজাপতি শুধু আগুনের কাছেই যায়না বরং আগুনে পুরে আতহত্যা করে।প্রজাপতি এমন বিহেব কেন করে বিঞানীরা এখনো তা বলতে পারেনি।কিন্তু কিছু বিঞানীরা মনে করেন প্রজাপতি আগুন এবং লাইটের মধ্যে প্রাথক বুঝতে পারেনা।যার কারনে আগুন কে লাইট মনে করে অনেক কাছে চলে যায়,ফলে তার মৃতু হয়।

২.death  spiral

অনেক বার হয়তো আপনি এমন ভিডিও দেখে থাকবেন।যেখানে মরা পীপিলিকার চার পাস জীবিত পীপিলিকা ঘুরতে থাকে।তাহলে জেনে রাখুন এটিকে death spiral বলা হয়ে থাকে।এমনটা এজন্যই হয়ে থাকে যখন পীপিলিকা লাইনে চলতে থাকে।এবং কোন পীপিলিকা ভুলক্রমে গোল গোল ঘুরতে থাকে। ফলে আরো পীপিলিকাও তার পিছনে ঘুরতে থাকে।এখানে শত কিংবা হাজার পীপিলিকা একই লুপে ফেসে যায়।এমনটা ঘন্টার পড় ঘন্টা চলতে থাকে।যতখন না কিছু পীপিলিকা মারা না যায়।

৩.disaster prediction

এখন প্রজন্ম একটা ব্যাপার মানুষকে খুবিই পেরেশান করে থাকে।জীব জন্তু কিভাবে প্রাকৃতিক ঘটনা সম্পর্কে আগেই জানতে পারে।যেমন সুনামি আসার পূবে পাখি সমূদের বিপরিত দিক উড়তে থাকে।এমনি বন্যা আসার পূবে ইদুর জমিন থেকে বাহিরে চলে আসে।এমনকি জানোয়াররাও  ভুমিকম্প হবার আগেই তা বুঝতে পারে।যার উপর শতাধিক বিঞানী রিচাজ করেও কোনো রেজাল্ট দিতে পারেনি।

৪.Disappearing bees

১৯৭২ সাল থেকে বিঞানীরা নোটিশ করছে, মৌমাছির সংখ্যা আচানোক কমে যাচ্ছে।কিন্তু  ২০০৬ সালের পর থেকে এর সংখ্যা আরো বেড়ে যায়।এটা শুধু এক দেশেই হয়নি বরং অনেক দেশেই হয়েছে।এতে সকলেই বুঝতে পারে মৌমাছির সাথে কিছুনা কিছু ঘটেছে।কিন্তু কি হচ্ছে কেউই তা বলতে পারছেনা।শুধু আন্দজ করছে কলকারখানার ধোয়ার কারনে এমনটা হচ্ছে।

৫.North face cow

যদি আপনি কোথাও হারিয়ে যান।আপনার কাছে কম্পাস না থাকে বা আপনার কম্পাস খারাপ হয়ে যায়।তাহলে আপনি গরু থেকেও সঠিক দিকের অনুমান করতে পারেন।কেননা অধিক সময়  খাবার সময় গরুর মুখ North এর দিক থাকে।যার উপর ডিপলি ইস্টাডি করার জন্য, বিঞানীরা সেটেলাইটের সাহায্য অনেক গরুর ছবি নেয়।তখন ৭০% গরুই তার ফেস North এর দিক করে রাখে।

Post a Comment

0 Comments