সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এশিয়ার সবচেয়ে দামি বাড়ি


 এশিয়ার  সবচেয়ে বিলাসবহুল বাড়ির মালিক ভারতের মুকেশ আম্বানি। আম্বানির পরিবারের সদস্য  মাত্র  ৬/৭ জন। আর এই ক’জন সদস্যের জন্যই বাড়ি বানানো হয়েছে ৪ লাখ বর্গফুটের। বাড়িটির নাম রাখা হয়েছে ‘অ্যান্টিলিয়া’, যার ফ্লোর সংখ্যা ২৭।বাড়িটি নির্মাণে খরচ হয়েছিল ১৪ হাজার কোটি রুপি বা ১০০ কোটি ডলারেরও বেশি। তবে মুম্বাইয়ের রিয়েল এস্টেটের হিসাব অনুযায়ী, এই বাড়িটির প্রতি বর্গফুটের দাম প্রায় ৮৫ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ তিন হাজার টাকার মতো।ভারতের মুম্বাইয়ের আলতামাউন্ট সড়কে এ বাড়িটি তৈরি করা হয়েছে। অ্যান্টালিয়ার কোনো একটি তলার সঙ্গে অপর তলার কোন মিল নেই।আটলান্টিক মহাসাগরের কল্পিত একটি দ্বীপের নামের সঙ্গে মিল রেখে বাড়িটির নাম রাখা হয়েছে  অ্যান্টিলিয়া।

শিকাগো শহরের প্রখ্যাত ‘পার্কিন্স অ্যান্ড উইল’ সংস্থা বাড়িটি নিমানের কাজ করেছেন। দু’বছর ধরে বাড়িটি বানানোর পর মুখেশ আম্বানির মনে হয়েছিল, বাড়িটি ইঞ্জিনিয়াররা বাস্তু শাস্ত্র মেনে তৈরি করেননি। ফলে ‘বাস্তু কারেকশন’ করতে লেগেছিল আরও দেড় বছর।

রিখটার স্কেল অনুযায়ী, প্রায় ৮ মাত্রার তীব্রতা পর্যন্ত ভূমিকম্প সহন করতে সক্ষম এই বাড়ি। ২৭ তলাবিশিষ্ট এই বাড়িটির উচ্চতা ৫৭০ ফুট। বাড়ির বেশ কয়েকটি তলা স্বাভাবিক উচ্চতার চেয়ে দুই বা তিন গুণ বেশি বড়। যে কারণে পুরো বাড়ির উচ্চতা আসলে ৪০ তলা উঁচু ভবনের সমান। 

এই বাড়িতে আম্বানি পরিবারের সদস্যরা ছাড়া রয়েছেন ৬০০ জন কর্মচারী।যারা প্রতি দিনই বাড়ির পরিষ্কার করে,রান্নাবান্না করে।

সবচেয়ে মজার ব্যাপার হলো এই বাড়ির কোন আবজনা ময়লা ফেলে দেয়া হয় না।সব ময়লা আবজনা দিয়ে বিদ্যুৎ তৈরি হয়ে থাকে।

Post a Comment

0 Comments